হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড় ও বালুরবাঁধ এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

জানা গেছে, গতকাল রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। নদী-তীরবর্তী এলাকায় ঝড়ের বেগ বেড়ে যাওয়ায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে কুটিরপাড়, বালুরবাঁধ, চৌরাহা, গোবর্দ্ধন প্রভৃতি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া অনেক গাছপালা উপড়ে পড়ায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মহিষখোচা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কুটিরপাড় গ্রামের গৃহবধূ মুনমুন বেগম জানান, কাজের সন্ধানে স্বামী কুমিল্লায় থাকায় বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকছেন তিনি। রাতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে তার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। তালিকা পেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস