হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড় ও বালুরবাঁধ এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

জানা গেছে, গতকাল রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। নদী-তীরবর্তী এলাকায় ঝড়ের বেগ বেড়ে যাওয়ায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে কুটিরপাড়, বালুরবাঁধ, চৌরাহা, গোবর্দ্ধন প্রভৃতি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া অনেক গাছপালা উপড়ে পড়ায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মহিষখোচা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কুটিরপাড় গ্রামের গৃহবধূ মুনমুন বেগম জানান, কাজের সন্ধানে স্বামী কুমিল্লায় থাকায় বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকছেন তিনি। রাতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে তার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। তালিকা পেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু