হোম > সারা দেশ > রংপুর

সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই: উপদেষ্টা আসিফ মাহমুদ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। গণ-অভ্যুত্থানে মানুষের যেই আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’

আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজের ফলক উন্মোচন ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘শহীদ ও আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই।’

সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত সারের কোনো সংকট নেই। রংপুরে ফসলের ভরা মৌসুমে সারের যেন সংকট না হয়, সে জন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলব রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।’

দেশে চলমান উন্নয়নকাজ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। আমরা চলমান কাজগুলো সমাপ্ত করার ব্যবস্থা নিয়েছি।’ বর্তমান সরকারের সময় দেশের সব অঞ্চলে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু