হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ফাঁস দিয়ে ও সাপের কামড়ে তিনজনের মৃত্যু

প্রতি‌নি‌ধি ঠাকুরগাঁও

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, অপরজন মারা গেছেন সাপের কামড়ে। মঙ্গলবার (১৩ মে) বিকেল থেকে গতকাল বুধবার (১৪ মে) সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে।

শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকায় একটি বাসায় মেসে থাকতেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আব্দুল কাদের জিলানী (১৮)। তিনি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজের কক্ষে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন জিলানী। সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের চাচা আবু তাহের বলেন, ‘আমার ভাতিজার মৃত্যুতে আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। আমরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিতে চাই।’

পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু:

ভূল্লী থানার কিসমত কেশুরবাড়ীর মেদ্দাপাড়া গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরজিনা আক্তার (২০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঝগড়ার পর ঘরের সবাই ঘুমিয়ে গেলে তিনি শয়নঘরের বাঁশের সরের সঙ্গে ফাঁস দেন। রাত আড়াইটার দিকে স্বামী টের পেয়ে তাঁকে যমুনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাপে কেটে প্রাণ গেল যুবকের

একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাড়োসা গ্রামে সাপে কেটে মারা গেছেন জামাল হোসেন (৩৫)। বুধবার ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘রোগীকে ভ্যাকসিন দেওয়ার ৩০ মিনিট পর তিনি মারা যান।’

তিনটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ আইনগত কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল