হোম > সারা দেশ > লালমনিরহাট

রেললাইনে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে আয়েশা সিদ্দিকা আঁখি (১৮) নামে এক কলেজছাত্রী রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার লালমনিরহাট–বুড়িমারী রেললাইনের টেপাটারি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামে মেডিকেল মোড় এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জ কেইউপি সরকারি কলেজের শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, ভোটমারী পণ্ডিতপাড়া এলাকার তৌহিদ হাসান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আয়শা সিদ্দিকা আঁখির। প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিত তৌহিদ। 

পরে জানাজানি হলে আঁখির মোবাইল নিয়ে নেয় তার পরিবার। বৃহস্পতিবার ওই মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয় আঁখি। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। 

নিহতের পরিবারের দাবি, ওই এলাকায় দুই যুবকসহ আয়েশা সিদ্দিকা আঁখি ছিলেন অনেকটা রাগান্বিত। সেখানে যুবকদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ট্রেনের শব্দ পেয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আঁখি। 

নিহতের বড় বোন আরজিনা আক্তার বলেন, ‘ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে আমার বোনের কাছে টাকা নিত তৌহিদ। সকালে ডেকে এনে আমার বোনকে রেললাইনে ব্ল্যাকমেল করে মেরে মেলেছে। আমি এই হত্যার বিচার চাই।’ 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহটি লালমনিরহাট রেলওয়ে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ