হোম > সারা দেশ > নীলফামারী

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সৈয়দপুরে আওয়ামী লীগের ৭ নেতা–কর্মী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার আওয়ামী লীগের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার  করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মো. ফয়েজ আহমেদ (৪৮), প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম (৪৮), রেলওয়ে শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. মাহবুব আলম (৩৮), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য আলতাফ হোসেন (৫৪), আওয়ামী লীগ সমর্থক মো. রশিদুল হক (৪৩), মো. সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও মো. জুলফিকার আলী (৪৬)।  

জানা গেছে, গতকাল রাতে সৈয়দপুরের আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার কেন হননি বলে প্রশ্ন তুলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নয়তো কোনো পুলিশ এখানে থাকতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন নির্দেশের পর গতকাল রাত ১১টার পর থেকে আজ সকাল ১০ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা–পুলিশ।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন মামলায় তাঁদের আটক করা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার