হোম > সারা দেশ > দিনাজপুর

বাছুরের একটাই চোখ, নাকও নেই

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মাথার ওপর কপালে একটি চোখ। নাক নেই, মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। অবাক করার মতো বিষয় হলেও এমনি এক গরুর বাছুর জন্ম নিয়েছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ছুটছে সেখানে। 

গতকাল শনিবার উপজেলা আলাদীপুর ইউনিয়নের গকুল গ্রামের কৃষক পঙ্কজ চন্দ্র বর্মণের বাড়িতে বাছুরটির জন্ম হয়। 

আজ রোববার কৃষক পঙ্কজ চন্দ্র বর্মণের বাড়িতে গিয়ে দেখা যায়, মাটিতে শুয়ে আছে একটি গরুর বাছুর। বাছুরটির চার পা লেজসহ সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরে কপালে একটি চোখ। নাক নেই। মুখ দিয়েই নিচ্ছে শ্বাস-প্রশ্বাস। এর মালিক পঙ্কজের মা গাভিটি থেকে দুধ সংগ্রহ করে বোতলে করে ওই বাছুরটিকে খাওয়াচ্ছেন। পাশেই আশপাশ থেকে দেখতে আশা উৎসুক জনতা ভিড়। 

জানতে চাইলে পঙ্কজ চন্দ্র বর্মণ বলেন, তাঁর দুটো গাভির মধ্যে একটিকে প্রায় ১০ মাস আগে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে এটিকে শাহীওয়াল জাতের ভ্যাকসিন দেন। গতকাল গরুটির প্রসব ব্যথা ওঠে। গাভিটি বকনা লাল রঙের একটি বাছুর জন্ম দেয়।

পঙ্কজ চন্দ্র বর্মণ জানান, বাছুরটির সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরের অংশে কপালে একটি চোখ এবং নাক নেই। মুখ দিয়েই নিশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখে তিনিসহ তাঁর পরিবারের লোকজন হতভম্ব হয়ে পড়েন। 

বাছুর দেখতে আসা স্থানীয় প্রতিবেশী দুলাল চন্দ্র, শিল্পী রানী, বাবলু চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেয়ে দেখতে এসেছি। এমন ঘটনা কখনো দেখিনি। বাছুরটি দেখে আমরা অবাক হয়ে গেছি।’ 

স্থানীয় ধাত্রী নন্দ রানী বলেন, ‘গরুটির প্রসব ব্যথা উঠলে আমাকে খবর দেয়। আমি গরুটির প্রসব করার পর বাছুরটি ভয়ংকর চেহারা দেখে প্রথমে ভয় পেয়ে যাই। জীবনে এমন অবাক করা ঘটনা কোনো দিন দেখিনি।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ