হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ধর্ষণ মামলার ১৬ বছর পর একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ধর্ষণের দায়ে ফারুক আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ বছর আগের করা ধর্ষণ মামলার বিচার শেষে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই সুযোগে ওই নারীর বাড়িতে যাতায়াত ছিল তাঁর। এই সুবাদে ওই নারীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফারুক। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দিয়ে ফারুককে বিয়ের কথা বলেন। ফারুক বিয়ে করতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে ফারুক অভিযোগ অস্বীকার করে। পরে ২০০৭ সালের ১৭ এপ্রিল ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই আদিল হোসেন মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আজ আসামি ফারুক আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি অব্যাহতি পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু তৈয়ব মো. নজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পরে হলেও ভিকটিম ন্যায়বিচার পেয়েছেন। সে কারণে এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ