হোম > সারা দেশ > গাইবান্ধা

অটোর ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে শিশু, পিষে মারল কাভার্ড ভ্যান

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে আজ সোমবার দুপুরে দুই অটো ভ্যানের ধাক্কায় কোল থেকে সড়কে ছিটকে পড়ে মারা যাওয়া শিশুর মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই অটো ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আড়াই বছরের শিশু আলেয়া। শিশুটিকে তার মা তুলে যাওয়ার আগেই একটি কাভার্ড ভ্যান এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।

শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, মাহমুদ মিয়ার স্ত্রী দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর আলহামরায় বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় শিশু আলেয়া তার মায়ের কোলে ছিল। বাস কাউন্টার থেকে আলেয়ার বাবা কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার কথা ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি অটো ভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী ভ্যানে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মো. জুলিয়াস বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড