হোম > সারা দেশ > দিনাজপুর

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভায় উপস্থিত বিভিন্ন ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘একাডেমিক কাউন্সিলে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি। সামনে অ্যাডহক কমিটির সভায় ভর্তির তারিখ, শর্ত ও পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে।’

অধ্যাপক ড. জাহাঙ্গীর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি বিশেষ করে এ পদ্ধতিতে সেশনজট তৈরি হচ্ছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু