গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহ্ আলম আকন্দ নামে এক ব্যক্তির বাড়ির গোডাউনে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নিচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
কৃষি অফিসার আরও বলেন, জব্দকৃত সার প্রকৃত দরে কৃষকদের মাঝে বিক্রি করতে হবে। পরে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।