হোম > সারা দেশ > দিনাজপুর

তীব্র শীতে বিরামপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। 

অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে। 

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস। 

এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে। 

ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ