হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হাড় কাঁপানো শীত: আসামিদের কম্বল দেওয়ার পর কাঠগড়ায় বিছানো হলো কার্পেট

ঠাকুরগাঁও প্রতিনিধি

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে। 

এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।  

শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক। 

আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট। 

এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। 

আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন। 

ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’ 

এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ