হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণমাধ্যম কর্মীদের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনওর আমন্ত্রণে সাংবাদিকেরাও অংশ নেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া বাকিদের বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা ওই সভা ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিকেরা ওই দিন রাতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জরুরি সভা করে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। 

সভায় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান সাংবাদিক নেতারা। 

এদিকে এ ঘটনায় এক বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাহান মিঞা। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, এমএ মাসুদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, শহিদার রহমান জাহাঙ্গীর, জুয়েল রানা, শাহজান মিয়া, ওমর ফারুক, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ