হোম > সারা দেশ > রংপুর

বৃষ্টির জন্য ৩ দিনের নামাজ আদায়ের কর্মসূচি ঠাকুরগাঁও ইমাম সমিতির

ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃষ্টির জন্য টানা তিন দিনের ইসতিসকার নামাজ আদায়ের কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও ইমাম সমিতি পরিষদ। গতকাল শনিবারের পর আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়।

ঠাকুরগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. খলিলুল্লাহ বলেন, প্রচণ্ড এই গরম থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির জন্য গতকাল শনিবার থেকে টানা তিন দিন শহরের বড় মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হচ্ছে। ইমাম সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে বিভিন্ন মসজিদের খতিব, ইমামসহ সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। আগামীকাল সোমবারও একই স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হবে।

আজ নামাজে অংশ নেওয়া মুসল্লি শাহ আলম বলেন, ‘বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে পানি উঠছে না। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন।’

মাদ্রাসাশিক্ষক নুর আলম বলেন, ‘গরমে মানুষ অতিষ্ঠ। তাই আল্লাহর অশেষ রহমত কামনায় এই নামাজ আদায় করা হয়।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড