হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে কেজিতে নয়, সবজি বেচাকেনা হচ্ছে পোয়া দরে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর সদর বাজারে সবজি বেচাকেনা হচ্ছে পোয়া (২৫০ গ্রাম) দরে। দাম বেড়ে যাওয়ায় লোকজন পরিমাণে কম কিনছে। এমনকি সবজির দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

আজ সোমবার উপজেলা সদর বাজারে গিয়ে কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, শাকসবজির দাম বেড়ে যাওয়ায় কেজির ওজনে বেচাকেনা কমেছে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতা যেমন পোয়ার (২৫০ গ্রাম) ওজনে কেনাকাটা করছেন, বিক্রেতারাও কেজির বদলে পোয়ার পরিমাণে দাম হাঁকাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত সৈনিক বলেন, তিনি বিক্রেতার কাছে বেগুনের দাম জানতে চাইলে বলা হয় ২০ টাকা। আধা কেজি (৫০০ গ্রাম) নিয়ে ১০ টাকা দিলে বিক্রেতা আপত্তিকর ভাষায় আরও ৩০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বিক্রেতা জানান, দাম শুনে ক্রেতারা যাতে চমকে না ওঠেন এ জন্য পোয়ার (২৫০ গ্রাম) পরিমাণে দাম হাঁকাচ্ছেন।

সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, ‘এক কেজি শিমের দাম ২০০ টাকা। দাম চাইতেও লজ্জা লাগে। তাই পোয়ার পরিমাণে দাম চাচ্ছি। বর্তমানে আদা, রসুন, পেঁয়াজ মরিচ, শিম, করলা, ফুলকপি, বেগুন, টমেটো, গাজর কেজির বদলে পোয়ায় বেচাকেনা হচ্ছে।’

একই বাজারের সবজি ক্রেতা আবুল হোসেন বলেন, সব ধরনের শাকসবজির দাম বেড়ে গেছে। তাই পরিমাণে কম কিনে চাহিদা পূরণ করতে হচ্ছে।

স্থানীয় মুদি ব্যবসায়ী নুর আলম বলেন, বেচাকেনা কমে গেছে। চিনি, তেল  ডাল, জিরাসহ বিভিন্ন দ্রব্য গ্রাম হিসেবে বেচাকেনা হচ্ছে।

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রতিকেজি আলুর দাম ৭০ টাকা। আগে ক্রেতারা এক-দুই কেজি করে কিনত। এখন কেনে আধা কেজি করে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড