হোম > সারা দেশ > কুড়িগ্রাম

অপর মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান সড়কে, প্রাণ যায় ট্রাক্টরচাপায়

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী বাজারের কাছে বালুবাহী ট্রাক্টরচাপায় আবদুর রহমান রাজু (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান রাজু জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রামের মজাহার আলীর ছেলে। তিনি একই উপজেলার ধামশ্রেণী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে রাজু মোটরসাইকেলযোগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ধরে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী বাজার এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান রাজু। এ সময় শহর থেকে ত্রিমোহনীমুখী একটি বালুবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে শহরে থাকা রাজুর স্ত্রী ও স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছালে এক মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিবারের বরাত দিয়ে রাজুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘রাজু সকালে তাঁর স্ত্রীসহ কুড়িগ্রামে গিয়েছিলেন। সেখানে আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে রেখে মোটরসাইকেল নিয়ে রাজারহাটের ছিনাই এলাকায় ছেলের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ