হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাট এলাকায় নিজ বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম শান্ত রায় (২০)। আজ সোমবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শান্ত নীলফামারী সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ওই এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে। 

এ বিষয়ে নিহতের বাবা রাম চন্দ্র রায় বলেন, 'গতকাল রোববার শান্ত আমার কাছে এক হাজার টাকা চায়। তাকে সেই টাকা দিতে না পারায়, সে কিছুটা রাগ করে। রাতে খাবার শেষে দুই ছেলের সঙ্গে আমি এক ঘরে ঘুমাই। ভোরে ঘুম থেকে উঠে আমি দোকানে যাই। আর ছোট ছেলে প্রাইভেট পড়তে চলে যায়। শান্ত সে সময় ঘুমিয়ে ছিল। সকাল সাতটার দিকে শান্তর মা দেখে শান্ত ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত এসে শান্তকে নিচে নামায়। কিন্তু ততক্ষণে শান্ত মারা যায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।'

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।'    

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড