হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  হামলায় অনন্ত ১২ সমর্থক আহত হয়েছেন এবং ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ফারজানা রাব্বী বুবলীর। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে বারকোনা বাজার হয়ে তাঁর নিজ বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করে। পরে দুর্বৃত্তরা গাড়িতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় গাড়িবহরে থাকা অনন্ত ১২ কর্মী-সমর্থক আহত হন। এ সময় আরও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। 

ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘নৌকা প্রার্থীর সমর্থকেরা আমার গাড়িবহরে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা আমার অন্তত ১২ জন সমর্থককে পিটিয়ে আহত করেছে। শুধু তা-ই নয়, গাড়িবহরের অন্তত ৭টি মোটরসাইকেলও তারা ভাঙচুর করে।’ 

সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস ছালাম বলেন, ‘আমি এখনো ঘটনা স্থলে আছি। বিষয়টি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ