দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে মো. মুসা নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মুসা ওই গ্রামের মো. রুবেল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, সকালে শিশুটির মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে মুসাকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।