হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে রেল স্টেশন থেকে শিশু উদ্ধার

প্রতিনিধি, পঞ্চগড়

ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকায় আসা নীরব (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে সদর থানা–পুলিশ। গতকাল শনিবার দিনগত রাতে পঞ্চগড় শহরের স্টেশন এলাকার সিএমবি মোড় থেকে স্থানীয় ব্যবসায়ী মাসুদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। 

শিশুটির ভাষ্য মতে জানা যায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আমতলী চান্দুরা এলাকার আজাদ আলীর ছেলে। মায়ের নাম লায়লা বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় সে। ছোট ভাইয়ের নাম ইসমাইল (৩) ও বোনের নাম দিরা মনি (৫)। চাচার নাম দুলু ও চাচাতো ভাই বোনের নাম মিম, আকাশ। এ ছাড়া অন্য কিছু বলতে পারছে না ওই শিশুটি। 

ব্যবসায়ী মাসুদ বলেন, শিশুটি শনিবার রাত দশটার পর সিএমবি রাস্তার সামনে কান্না করছিল। দোকান থেকে শিশুদের কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে জানতে পারি সে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে এসেছে। পরে তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে রাতের খাওয়া-দাওয়া করানো হয়। তাকে জিজ্ঞেস করলে তাঁর নাম নীরব বলে জানায়। বেশি কিছু বলতে না পারায় স্থানীয় সাংবাদিককে জানালে তাঁর অসহযোগিতায় থানা–পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নেয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পিপিএম বলেন, শিশুটির বাবা মাকে ফিরিয়ে পেতে প্রতিটি থানায় মেসেজ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুটির দেওয়া তথ্যমতে ওই এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপাতত শিশুটিকে হেফাজতে রাখা হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ