হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে তীব্র গরমে গলছে সড়কের পিচ, ধীরে চলছে যানবাহন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রচণ্ড গরমে বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। সেই সঙ্গে চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে সড়কে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে বিরামপুর শহরের প্যাকেজ নম্বর ৫ অংশের কাজ শেষ হয়েছে।

আজ শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে চোখে পড়ে পিচ গলার এ দৃশ্য। প্রখর রোদের প্রচণ্ড তাপে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। এ সময় সড়কে বাস-ট্রাকসহ ভারী যানবাহনগুলো ধীরগতিতে চলতে দেখা গেছে।

বিআরটিসির বাসচালক আনিচ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর থেকে বিরামপুর ৫৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ জায়গারই পিচ গলে গেছে। এ কারণে চাকায় পিচ আটকে যাচ্ছে। এখন ধীরে ধীরে বাস চালিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনাফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রখর রোদ ও প্রচণ্ড গরমে সড়কের বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আরও দুই-তিন দিন এই তাপমাত্রা অব্যাহত থাকলে গলিত স্থানে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দিনাজপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহে সড়কের পিচ গলা ঠেকাতে বিরামপুর পৌরসভা উদ্যোগে বিভিন্ন রাস্তায় পানি ছিটিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ