হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে তীব্র গরমে গলছে সড়কের পিচ, ধীরে চলছে যানবাহন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রচণ্ড গরমে বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। সেই সঙ্গে চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে সড়কে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে বিরামপুর শহরের প্যাকেজ নম্বর ৫ অংশের কাজ শেষ হয়েছে।

আজ শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে চোখে পড়ে পিচ গলার এ দৃশ্য। প্রখর রোদের প্রচণ্ড তাপে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। এ সময় সড়কে বাস-ট্রাকসহ ভারী যানবাহনগুলো ধীরগতিতে চলতে দেখা গেছে।

বিআরটিসির বাসচালক আনিচ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর থেকে বিরামপুর ৫৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ জায়গারই পিচ গলে গেছে। এ কারণে চাকায় পিচ আটকে যাচ্ছে। এখন ধীরে ধীরে বাস চালিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনাফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রখর রোদ ও প্রচণ্ড গরমে সড়কের বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আরও দুই-তিন দিন এই তাপমাত্রা অব্যাহত থাকলে গলিত স্থানে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দিনাজপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহে সড়কের পিচ গলা ঠেকাতে বিরামপুর পৌরসভা উদ্যোগে বিভিন্ন রাস্তায় পানি ছিটিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ