হোম > সারা দেশ > দিনাজপুর

সরিষা-সূর্যমুখীর উৎপাদন বাড়ায় ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমছে: কর্মশালায় বক্তারা 

দিনাজপুর প্রতিনিধি

দেশে সরিষা ও সূর্যমুখী ফসলের উৎপাদন আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। আমদানি নির্ভরতা কমে যাওয়ায় গত অর্থবছরেই সরকারের পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনাজপুর ও রংপুর অঞ্চলের কৃষকদের নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা এ কথা বলেন।

আজ রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় ১৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রজেক্টরের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যবহারিক ধারণা ও প্রশ্নের উত্তর দেওয়া হয়। 

বক্তারা বলেন, গত তিন বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দেশে এ জাতীয় ফসল বিশেষ করে সরিষা ও সূর্যমুখী ফসলের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেল হিসেবে সয়াবিনের পরিবর্তে সরিষার ব্যবহার বাড়ায়, শুধু গত অর্থবছরেই সরকারের পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এতে আমদানি নির্ভরতা কমে ভোজ্যতেল হিসেবে সরিষার ব্যবহার ক্রমেই বাড়ছে। 

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মণ্ডল। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. আরশেদ আলী চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয় আলোচনা করেন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ