হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পাশের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তাঁর ছেলে বিপ্লব (২৫)।

স্থানীয়রা জানায়, আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাবা-ছেলে মোটরসাইকেলযোগে (কুড়িগ্রাম-ল ১১-৫৭৯৬) বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী ইউনিয়নের তালতলা ব্রিজের কাছে পৌঁছালে একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ভটভটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দুর্ঘটনাকবলিত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁরা মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ