এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর আগে প্রবেশপত্র দেওয়ার কথা বলে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির (কারিগরি) এই শিক্ষার্থীদের বসিয়ে বিএম কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ আইনুল হক শিক্ষার্থীদের বলেন, বিভিন্ন সমস্যার কারণে বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি। ফলে তাদের পরীক্ষা দেওয়া হচ্ছে না। এ তথ্য জানার পর পরীক্ষার্থীরা কলেজের সামনের রংপুর-হারাগাছ সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গভীর রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে বলে আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে এমন করার জন্য বিএম কলেজের অধ্যক্ষসহ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে জন্য শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হয়েছে।’