হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নাইটকোচের চাপায় পথচারী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে। 

বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত রয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

নিহত হামিদের ছোট ভাই রশিদুল বলেন, ‘আজ সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই। তাঁর অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না!’ 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ