হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নাইটকোচের চাপায় পথচারী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে। 

বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত রয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

নিহত হামিদের ছোট ভাই রশিদুল বলেন, ‘আজ সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই। তাঁর অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না!’ 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ