হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

নয়ন মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়ন মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বাংলাদেশের ভেতর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

তিনি ঢাকার হাতিরঝিল থানা এলাকার বাদশা মিয়ার ছেলে। আটকের পর তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে থানায় একটি অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহল দল ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাবপিলার ৯-এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

আটক নয়ন মিয়া জানান, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। তিন বছর বিভিন্ন জায়গায় কাজ শেষে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ করে থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ