হোম > সারা দেশ > রংপুর

আ. লীগের সম্মেলন হলেই মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে ছোটেন তিনি

রংপুর প্রতিনিধি

আওয়ামী লীগকে ভালোবাসেন, তাই যেখানেই সম্মেলন হয় সেখানেই ছুটে যান শরীয়তপুরের মোহাম্মদ আলী (৪২)।  এবার আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে রংপুরে গেছেন তিনি।

আজ শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে মোহাম্মদ আলীকে ঘুরতে দেখা যায়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন না কেন, সেখানেই ছুটে যাই। সমাবেশ বা সম্মেলনস্থলে মাথায় নৌকা আর হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের জন্য সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেই। এ জন্য আমি কারও কাছ থেকে কোনো প্রতিদান চাই না।’

মোহাম্মদ আলী জানান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে শরীয়তপুরে থাকেন। তাঁদের জীবন-জীবিকা কৃষিকাজের ওপর নির্ভরশীল। তিনি ১৫ বছর ধরে ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকছেন।

দীর্ঘ ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জিলা স্কুল মাঠে আজ সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মাঠে দলীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ