হোম > সারা দেশ > রংপুর

আ. লীগের সম্মেলন হলেই মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে ছোটেন তিনি

রংপুর প্রতিনিধি

আওয়ামী লীগকে ভালোবাসেন, তাই যেখানেই সম্মেলন হয় সেখানেই ছুটে যান শরীয়তপুরের মোহাম্মদ আলী (৪২)।  এবার আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে রংপুরে গেছেন তিনি।

আজ শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে মোহাম্মদ আলীকে ঘুরতে দেখা যায়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন না কেন, সেখানেই ছুটে যাই। সমাবেশ বা সম্মেলনস্থলে মাথায় নৌকা আর হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের জন্য সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেই। এ জন্য আমি কারও কাছ থেকে কোনো প্রতিদান চাই না।’

মোহাম্মদ আলী জানান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে শরীয়তপুরে থাকেন। তাঁদের জীবন-জীবিকা কৃষিকাজের ওপর নির্ভরশীল। তিনি ১৫ বছর ধরে ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকছেন।

দীর্ঘ ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জিলা স্কুল মাঠে আজ সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মাঠে দলীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ