হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৬ পেঁয়াজ বিক্রেতার জেল-জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং দুজন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে শহরের সব চেয়ে বড় গোবিন্দনগর আড়তে অভিযান চালানো হয়। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে আড়তের পাইকারি ব্যবসায়ী মো. নুর জামাল ও মো. মামুনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অন্যদিকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় শহরের কালীবাড়ি বাজারে ব্যবসায়ী মো. পারভেজ, মোশারুল ইসলাম, বাপ্পা ও আবদুল হামিদকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। জনস্বার্থে এই অভিযান চলবে।’

এদিকে জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, আজ সকাল থেকে কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণ দামে। খুচরায় গত রাতে ১২০-১৩০ টাকায়ও মিললেও সকাল গড়াতেই তা বেড়ে দাঁড়িয়েছে ২২০-২৩০ টাকা। আর ১০২-১০৩ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন গুনতে হচ্ছে ২০০ টাকা।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার