হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বীরগঞ্জে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে র‍্যাব-পুলিশের যৌথ বাহিনী এই মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক গোলাম মোর্শেদের বাড়ির গোয়ালঘরের পেছনে গর্ত করে পলিথিন পেঁচিয়ে রাখা কালো কষ্টিপাথরের মূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে আটক করে যৌথ বাহিনী। এ ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩৯৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার