হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বীরগঞ্জে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে র‍্যাব-পুলিশের যৌথ বাহিনী এই মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক গোলাম মোর্শেদের বাড়ির গোয়ালঘরের পেছনে গর্ত করে পলিথিন পেঁচিয়ে রাখা কালো কষ্টিপাথরের মূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে আটক করে যৌথ বাহিনী। এ ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩৯৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার