হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ঘটনাটি ঘটে। শিশুটির নাম ফারহানা (১১)। সে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) গ্রামের ভ্যানচালক ফরহাদ হোসেনের দ্বিতীয় মেয়ে এবং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বড় বোন খুশি বেলা ৩টার দিকে ছোট বোন ফারহানাকে তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। প্রতিবেশীরা এসে ঝুলন্ত ফারহানাকে নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ পৌনে ৪টার সময় হাসপাতাল থেকে ফারহানার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ফারহানার বাবা ফরহাদ হোসেন জানান, এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ফারহানার মা তিন মেয়েকে রেখে মারা যান। শুক্রবার রিকশাভ্যান চালানোর সময় তিনি লোকমুখে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তাঁর দ্বিতীয় মেয়ে ফারহানা আর নেই। তিনি বলেন, ‘তার মা মারা যাওয়ার পর থেকে ফারহানা আত্মভোলার মতো যখন-তখন বাড়ি থেকে বের হয়ে যেত।’ 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ