হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে এক নারীর বিরুদ্ধে মহাসড়কে কয়েকটি সংগঠন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যামলী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে জবরদখল, মামলা ও হামলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী কয়েকটি সংগঠনের নেতা–কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। 

সংগঠনগুলো হলো, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, তাঁতি লীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নসহ অন্য সংগঠনগুলো। 
 
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, পলাশবাড়ী কোচিং একাডেমির কোচ সুরুজ হক লিটন, উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক উম্মে হানী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, পৌরশহরের নুনিয়াগাড়ি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের মেয়ে শ্যামলী আক্তার একজন মামলাবাজ নারী। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশী-সরকারি জমি জবরদখলসহ হামলা হামলা-ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। বিষয়টি সবাই অবগত থাকলেও মান সম্মানের ভয়ে কেউ কিছু করার সাহস পান না। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 

শেষে প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলন কারীরা। এ সময় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। 

এ ব্যাপারে শ্যামলী আক্তার জানান, কিছু স্বার্থান্বেষী মানুষ পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

পলাশবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রানা বলেন, ‘দ্রুত আন্দোলনকারীদের শান্ত করায় একটু পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অভিযোগ সমূহ যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ