গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যামলী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে জবরদখল, মামলা ও হামলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী কয়েকটি সংগঠনের নেতা–কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনগুলো হলো, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, তাঁতি লীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নসহ অন্য সংগঠনগুলো।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, পলাশবাড়ী কোচিং একাডেমির কোচ সুরুজ হক লিটন, উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক উম্মে হানী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র প্রমুখ।
শেষে প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলন কারীরা। এ সময় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
পলাশবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রানা বলেন, ‘দ্রুত আন্দোলনকারীদের শান্ত করায় একটু পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অভিযোগ সমূহ যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’