হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদ থেকে বালু উত্তোলন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউসুফ আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। ইউসুফ আলী উপজেলার পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, ইউসুফ আলী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে হুমকির মুখে পড়েছে ওই ইউনিয়নের থানাঘাট বাজারের হাটশেড, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে রয়েছে তীরের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ বারবার নিষেধ করার পরেও থামছে না বালু উত্তোলন।

স্থানীয়রা বালুখেকোদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মলিদা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘নদী থেকে এভাবে বালু তুলতে থাকলে একসময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে।’ রেজিয়া বেগম নামের আরেকজন বলেন, ‘নদী থেকে বালু তোলায় আমরা ভাঙনের আতঙ্কে আছি। বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু বালু তোলা বন্ধ হচ্ছে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, ফুলকুমার নদ থেকে বালু তোলায় থানাঘাট বাজারের নতুন হাটশেড, বাড়িঘর ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।

এদিকে ইউসুফ আলী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। পরে বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, ‘নদীর দুই তীরে আমাদের জমি। তাই বালু তুলে বিক্রি করছি।’

পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‘বালু তোলার বিষয়টি আমার জানা নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়েছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড