হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে মাদ্রাসার খাবার খেয়ে ৫৮ ছাত্র হাসপাতালে

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে তাজুল উলুম এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় রাতের খাবার খেয়ে ৫৮ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে ১২টা মধ্যে তাদের হাসপাতালে আনা হয়। 

মাদ্রাসার শিক্ষাসচিব আব্দুর রাকিব বলেন, গতকাল রাত ১০টার দিকে ছাত্ররা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে ২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মাদ্রাসায় রাতের খাবার খাওয়া মোট ৫৮ জন ছাত্রের সকলকেই হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজ দুপুরের পর ৪ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। 

শিক্ষাসচিব আরও বলেন, ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওই মাদ্রাসার রান্না ঘরের পাশ থেকে সমীকরণ নামে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজা সুলতানা বলেন, বর্তমানে শিশুরা সুস্থ রয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১২৬৫, তারিখ ২৬-০৮-২০২১ ইং।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ