হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাজারহাট ও উলিপুর থানা-পুলিশ পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদ (৫৫)। তিনি রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে। অন্যজন হলেন উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ঠাকুরবাড়ী হাজীপাড়া গ্রামের বাসিন্দা এম শফিক পঞ্চু।

চাইলে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজারহাট থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে শফিক পঞ্চুকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে উলিপুর থানা-পুলিশ। তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন