হোম > সারা দেশ > রংপুর

আ.লীগের কার্যালয় থেকে ‘জুলাই যোদ্ধার’ সেই ব্যানার অপসারণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আ.লীগের কার্যালয় থেকে ‘জুলাই যোদ্ধার’ ব্যানার অপসারণ। ছবি: আজকের পত্রিকা

আগুনে পুড়ে যাওয়া ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র টানানো ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে আজ বৃহস্পতিবার সকালে তা খুলে ফেলা হয়।

অনেকে এটিকে নতুন প্রজন্মের সামাজিক উদ্যোগ বললেও কেউ কেউ একে ‘প্রতীকী দখলদারত্ব’ হিসেবে দেখছেন। বিতর্কের মুখে ব্যানার সরিয়ে নিলেও পুরো বিষয়টি নিয়ে আলোচনা এখনো তুঙ্গে।

এর আগে গতকাল বুধবার দুপুরে সংগঠনের আহ্বায়ক পরিচয়ে রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা। মুহূর্তে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে জানান, আপাতত সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে এবং শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করা হবে। তিনি আরও বলেন, এখানে কোনো দখলদারত্ব নেই, এটি একটি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।

এরই মধ্যে অপু তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে কার্যালয়টিকে যুব ক্লাব ও ব্যায়ামাগারে রূপান্তরের কথা জানান। তিনি লেখেন, ‘বরাদ্দ পাওয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত স্থান অনুমোদন হলেই তারা বর্তমান স্থান ছেড়ে দেবেন।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ