হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষ সার্জারি ওয়ার্ডের করিডরে রাখা রোগীদের ব্যবহৃত পরিত্যক্ত মালপত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, হাসপাতালের পুরুষ সার্জারি করিডর থেকে আগুন ছড়িয়ে পড়লে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনেরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এ সময় ওয়ার্ডের সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের কর্মীদের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের পরিচালক নুরুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুরুষ সার্জারি ওয়ার্ডের বাইরে করিডরে রোগীদের ব্যবহৃত বিছানাপত্রের কিছু পরিত্যক্ত জিনিসপত্রসহ হাসপাতালের কিছু মালপত্র রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, ‘বিকেল ৫টা ৩৩ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের করিডরে আগুন দেখতে পাই। অল্প সময়ের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনি। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোগীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করছি, ওপরে জানালার থাই গ্লাস লাগানোর সময় গ্রান্ডিং মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু