হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের বর্ধনকুঠি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

যুবকের নাম—মিঠুন সরকার (২৫)। তিনি জয়পুরহাট জেলার পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। মিঠুন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় ওই বাসার একটি রুম থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এ সময় বাসার মালিক আজহার আলী ভাড়াটিয়া মিঠুন সরকারের খোঁজ নিতে যান। সেখানে ঘরের সব দরজা-জানালা বন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায় পুলিশ। ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু