হোম > সারা দেশ > দিনাজপুর

স্ত্রীর ওপর তোলা ঘুষির আঘাতে সন্তানের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

মাকে মারধরের সময় বাবা-মায়ের সামনে এসে দাঁড়ায় শিশু জাকারিয়া জাকির (৭)। এ সময় বাবার তোলা ঘুষি গিয়ে লাগে জাকিরের বুকে। আর এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে। 

নিহত জাকারিয়া জাকির ওই এলাকার দেলোয়ার হোসেন ও জাকিয়া বেগম দম্পতির ছেলে। 

প্রতিবেশী আব্দুল জলিল জানান, শিশু জাকিরের বাবা দেলোয়ার সকালে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর তিন সন্তান খাবারের জন্য বাবার কাছে টাকা চায়। তিন বাচ্চা মিলে কোলাহল শুরু করলে তা নিয়ে শিশুটির বাবা দেলোয়ার তাঁর স্ত্রীকে গালি দেন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে দেলোয়ার হোসেন জাকিয়া বেগমকে মারধর করেন। এ সময় স্ত্রীকে ঘুষি দিতে গেলে শিশু জাকারিয়া সামনে এসে দাঁড়ায়। আর ওই ঘুষিতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাকারিয়ার। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির বাবা একজন শ্রমিক। রাগের বশে স্ত্রীকে মারধরের সময় ঘুষি মারতে গেলে শিশুটি সামনে এসে দাঁড়ানোর তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ