হোম > সারা দেশ > রংপুর

শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন: স্পিকার

রংপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এ দল। বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। দেশকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।’ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। 

স্পিকার এর আগে সকালে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন। এতে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনিসহ আরও অনেকে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন