হোম > সারা দেশ > রংপুর

গরু বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

মৃত ওই কৃষকের নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি উপজেলার কাঁচু দিঘিরপাড় গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে আগুন লাগে। গোয়ালে থাকা গরু উদ্ধারের সময় আব্দুর রাজ্জাক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলজার রহমান জানান, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত। নিমেষেই গোয়ালঘরে থাকা খড়ের পালায় আগুন ছড়িয়ে পড়ে। গোয়ালে তিন গরুর মধ্যে একটি বাছুর দগ্ধ হয়। বাকি দুটি গরু বাঁচাতে গিয়ে তিনি দগ্ধ হন। আব্দুর রাজ্জাক খালি গায়ে থাকায় তাঁর পিঠ ও দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গিয়েছিল।

গোলজার রহমান আরও জানান, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শুধু গোয়ালঘর পুড়ে গেছে। 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দগ্ধ আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে ঢাকার শাহাবাগ থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ