হোম > সারা দেশ > দিনাজপুর

‘কোনঠে ফির ঝামেলা, ইভিএমে সহজেই ভোট দিনু’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

‘কোনঠে ফির ঝামেলা ইভিএমে তো সহজেই ভোট দিনু। মেশিনে টিপ দিতেই হয়া গেল।’ দিনাজপুরের খানসামা উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট প্রদান শেষে এভাবে কথাগুলো বলছিলেন আংগারপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু খায়ের। 

সারা দেশের ন্যায় আজ সোমবার সকাল ৯টায় থেকে দিনাজপুর খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোট প্রদান শেষে উচ্ছ্বসিত ভোটাররা। 

জানা যায়, এবার খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম ভোটকেন্দ্রে ৮১ জন ভোটার ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। খানসামা উপজেলায় এই প্রথম ভোট ইভিএমে দিতে পেরে ভোটাররা স্বস্তি প্রকাশ করলেও অনেক ভোটারের মনে সন্দেহ রয়ে গেছে। যে মেশিনে কী হচ্ছে? 

প্রিসাইডিং অফিসার মাসুদ রানা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮০ ভাগ ভোট সংগ্রহ হয়েছে। ইভিএমে ভোটদানে কোনো প্রকার ঝামেলা হয়নি ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই নির্বাচনে খানসামা উপজেলা ৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি শাহরিয়ার জামান শাহ নিপুণ, তালা প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজিজুর রহমান। তবে টিউবওয়েল প্রতীকের প্রার্থী সাংবাদিক ও ঠিকাদার মোছা. সারমিন রহমান টাকার খেলার অভিযোগে ভোট বর্জন করেন। 

ভোটকেন্দ্রের সার্বক্ষণিক তদারকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে থানা-পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ইবনে ফরহাদসহ অনেকে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ