হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জীবন ইসলাম (২৫) নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সড়কে লাশ রেখে বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই বিক্ষোভ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বীরগঞ্জ পৌর শহরের ফিশারিজ এলাকার লাইজু ওরফে বাবুর ট্রাক্টরের দুটি ব্যাটারি গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ কারণে গতকাল রোববার সকালে জীবন ইসলামকে ঘুম থেকে ডেকে নিয়ে জ্যোৎস্না ফিলিং স্টেশনের মালিক রতন কুমার সাহা রেন্টুর মিলের একটি কক্ষে বেঁধে রেখে অমানবিক নির্যাতন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে লাশ রেখে এই হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হয়।

নিহত জীবনের বাবা রোস্তম আলী গাঠু মিস্ত্রি বলেন, ‘আমার ছেলের কাছে কোনো চুরির মাল পাওয়া যায়নি। তবু কেন তাকে পাম্পে নিয়ে হত্যা করা হলো? আমি ন্যায়বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই, হত্যাকারী রেন্টু সাহার ফাঁসি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ও সেনাসদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েন। ন্যায়বিচার নিশ্চিত করতে নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ