হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে দেয়ালচাপায় প্রাণ গেল নির্মাণশ্রমিকের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম গৃধারীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে প্রতিবেশী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসায় পুরোনো দেয়াল ভেঙে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ আরও দুজন শ্রমিক। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। রফিকুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদার বলেন, ‘আমার বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে তিনি কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরোনো ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তাঁর সহকারীরা। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার