রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয় আনি বালাপাড়া এলাকায় একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে চেতনানাশক খাইয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়।
অমল মহন্ত (২২) ওই ইউনিয়নের মনিন্দ্র মহন্তর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অমলের বাবা মনিন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার ছেলে মোবাইল ফোন বাড়িতে রেখে বের হয়ে যায়। রাত ১২টার মধ্যে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, অমল তার বোনের বাড়িতে। আজ সকালে শুনতি পাই, ছেলের লাশ বাঁশঝাড়ে। তবে সকালে মেয়েকে জিজ্ঞাসার পর জানা যায়, অমল রাতে তার বাড়িতে যায়নি।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধারণা করছি, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।