ঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়ি হাটে এক বিক্রেতার প্রায় ৩০০টি ইউক্যালিপটাস চারা জব্দ করা হয়েছে। আজ শনিবার (২৮ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম অভিযান চালিয়ে চারাগুলো জব্দ করেন।
ইউএনও খাইরুল ইসলাম বলেন, ‘ইউক্যালিপটাস এমন একটি গাছ, যা অতিরিক্ত পরিমাণে পানি শোষণ করে মাটির নিচের পানির স্তর হ্রাস করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই এই গাছের লাগানো ও বিক্রি নিরুৎসাহিত করা হচ্ছে। হাটে অভিযান চালিয়ে দেখা যায়, এক বিক্রেতা প্রকাশ্যেই ইউক্যালিপটাসের শত শত চারা বিক্রি করছিলেন। সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে চারাগুলো জব্দ করা হয়।’
ইউএনও বলেন, স্থানীয়দের অনেকেই জানেন না যে ইউক্যালিপটাস চারা রোপণ পরিবেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। কেউ যেন পরিবেশ বিধ্বংসী গাছ রোপণ বা বিক্রির সঙ্গে জড়িত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।