হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা, সভাপতি অবরুদ্ধ

নীলফামারী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১০ দফা দাবিতে নীলফামারী জেলা বিএনপির গণমিছিল করতে দেয়নি পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পুলিশ দলের জেলা সভাপতি আ খ ম আলমগীর সরকারকে প্রায় দুই ঘণ্টা অফিস চত্বরে অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে। সেই সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকোসহ বেশ কয়েকজন নেতা–কর্মীকে বিএনপি অফিস চত্বরে পুলিশ অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ জেলা নেতা–কর্মীদের। 

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের কার্যক্রমে অনুমতি দিয়েছে। সকাল ৯টা থেকে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিএনপির পৌর মার্কেটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে।’ 

আলমগীর সরকার আরও বলেন, ‘গণতন্ত্রের দেশে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করে। নীলফামারী থানার ওসি আব্দুর রউফ লাঠি হাতে নিয়ে নেতা-কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় পুলিশ অবস্থান নিয়ে দুপুর ১২টা পর্যন্ত শহরে কোনো নেতা–কর্মীকে প্রবেশ করতে দেয়নি।’ 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতারা আজ জেলে। দেশনেত্রীসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা যখন নেতা-কর্মী নিয়ে বিএনপি অফিসে যাই, তখন বাটার মোড়ে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমরা আবার একত্রিত হয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে পুলিশ আবারও ধাওয়া করে।’ 

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো বিষয়ে কথা হয়নি। প্রতিদিনের মতো আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা শহরে দায়িত্ব পালন করছি।’

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার