হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আধা কেজি কম দেওয়া হয়েছে। পরিমাপ করে এমন অভিযোগের সত্যতাও মিলেছে।

আজ বুধবার দুপুরে এই অভিযোগ ওঠে। সরেজমিনে সুবিধাভোগীদের চাল ডিজিটাল ওজন মাপার মেশিনে ওজন করে এর সত্যতাও মিলেছে।

এ দিন বেলা ২টার দিকে উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদের চত্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যাচ্ছিলেন বোয়ালধার গ্রামের খালেদা বেগম ও আনোয়ারা বেগম। তাঁদের দুজনের চাল ওজন করে দেখা যায়, ৩০ কেজি দেওয়ার কথা থাকলেও খালেদা বেগমকে ৪৬০ গ্রাম ও আনোয়ার বেগমকে ৫১০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এর বাইরে আরও ১০ জনের চাল ওজন করে দেখা গেছে ৫০০ গ্রাম করে কম রয়েছে।

পরে ইউনিয়ন পরিষদ চত্বরের ভেতরে চাল বিতরণের দায়িত্বে থাকা কর্মচারী প্রভাত ও উদ্যোক্তা নবাব আলীর সামনে ওজনে দুজনের চালে ৯১০ গ্রাম কম পাওয়া গেছে।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন সুবিধাভোগী রয়েছেন। তাঁদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিতরণের দায়িত্বে থাকা প্রভাত আজকের পত্রিকাকে জানান ওজনে কম দিতে বলা হয়েছে বলে এমনটা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে ৫০০ গ্রাম চাল কম দিতে অফিস থেকে বলা হয়েছে। এজন্য কম দিচ্ছি।’

এসব ঘটনা দেখে ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষুদ্ধ বৃদ্ধ উসমান আলী ওজনে কম দেওয়ার প্রতিবাদ জানান। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে যাদের সুবিধাভোগী করা হয়েছে, তাদের চালের প্রয়োজন নেই। অনেকে চাল পরিষদ গেটে বিক্রি করে দিচ্ছেন।

বৃদ্ধের অভিযোগের সত্যতাও মিলেছে পরিষদ চত্বরে। নবাব আলী নামের এক যুবক প্লাস্টিকের বস্তায় ১০ মণ চাল কিনেছেন সুবিধাভোগীদের কাছ থেকে। সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘ভুল করে কিনেছি।’ ভিডিও ধারণ করতে গেলে দ্রুত ঘটনাস্থল থেকে চাল নিয়ে চলে যান তিনি।

ওজনে চাল কম ও ইউনিয়ন পরিষদ অফিসের ভেতরে চাল কেনাবেচা প্রসঙ্গে ভানোর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ বলেন, ৫০ কেজির চালের বস্তা খাদ্যগুদাম থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে। খুলে বিতরণের সময় কিছু নষ্ট হবে, এমন আশঙ্কায় কিছু চাল ওজনে কম দিতে ওপরের নির্দেশনা রয়েছে।

‘তাহলে ৫০০ গ্রাম চাল কম কেন?’ —এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি সচিব হাবিবুল্লাহ।

জানতে চাইলে উপজেলা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, চাল ওজনে কম দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা ডিও অনুযায়ী চাল সম্পূর্ণ বুঝে দিয়েছি। খুলে বিতরণ করলেও সর্বোচ্চ ১০ থেকে ২০ গ্রামের বেশি হওয়ার কথা না।’

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, চাল বিতরণে অনিয়ম হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু