হোম > সারা দেশ > রংপুর

আগামীর নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন: ইসি সানাউল্লাহ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমাদের সন্তানেরা রক্ত দিয়ে এই সত্য প্রমাণ করেছে। আগামীর নির্বাচন আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।’

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচনী ব্যবস্থাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমার এই কথা যে সঠিক আমাদের সন্তানেরা তা রক্ত দিয়ে বলে গেছে। তাহলে এই নির্বাচনের সঙ্গে সকলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ভূলুণ্ঠিত হয়েছে। আগামীর নির্বাচন হলো আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একতাবদ্ধভাবে, নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চাই, যেখানে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে হাসিমুখে অভিনন্দন জানাবে। এটাই হবে জনগণের সিদ্ধান্ত। সামনের নির্বাচন আমাদের জন্য একটি রিফাইনিং নির্বাচন। এখানে সবাইকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন রংবিহীন, চেহারাবিহীন একটি প্রতিষ্ঠান। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার আমরা তাই তাই করব। আমরা আমাদের সন্তানদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করব ইনশা আল্লাহ।’

এ সময় আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

সভায় দিনাজপুর সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫-এর তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড