হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা, উত্তেজনা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। ছবি: সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সিসিটিভি ক্যামেরা স্থাপন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফকে সিসি ক্যামেরা সরিয়ে নিতে বলা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফের সিসি ক্যামেরা সরানো হয়নি।

স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যায় বিএসএফ দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। সেখানে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকেরা একত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আজ ফজরের নামাজ শেষে মসজিদসংলগ্ন ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা দেখতে পেয়ে তাঁরা দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোট গারাল ঝোরা বিএসএফ ক্যাম্পকে সিসি ক্যামেরা সরিয়ে নিতে বলা হয়।

স্থানীয় বাসিন্দা কফিলুর রহমান বলেন, ‘বিএসএফ মসজিদের পাশের ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। বিএসএফকে সিসি ক্যামেরা খুলে নিতে বলেছে বিজিবি। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।’

কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান সিসি ক্যামেরা স্থাপনের সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু