হোম > সারা দেশ > দিনাজপুর

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

দিনাজপুর প্রতিনিধি

এক মাস কারাবাস শেষে ছাড়া পেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলগেট দিয়ে বাইরে বের হন তিনি। তবে তাঁকে শুভেচ্ছা জানাতে এ সময় দলীয় কোনো নেতা-কর্মীকে জেলগেটে দেখা পাওয়া যায়নি। 

বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তৃতীয় মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। আজ সকালে কারাগার থেকে ছাড়া পেয়ে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটি মোটরসাইকেলে দলীয় এক ব্যক্তি দ্রুত মেয়রকে নিয়ে স্থান ত্যাগ করেন। বের হওয়ার সময় তাঁর পরনে ছিল লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা টি-শার্ট। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর আদালত অবমাননার দায়ে হাইকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর। পরে চিফ ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্ল্যাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে জাহাঙ্গীর আলমের দেওয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আপিল বিভাগ জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। পাশাপাশি ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। 

নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। সেদিন আদালতে হাজির হলে জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন আপিল বিভাগ। পরবর্তী সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ